বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫

৩ হাজার মোটরসাইকেল নিয়ে রাজশাহীতে জামায়াত মনোনীত প্রার্থীর শোডাউন

Must read

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজশাহী-২ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন নেতা-কর্মীরা।

জামায়াতের রাজশাহী মহানগরের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল জানান, শোডাউনে তিন হাজার মোটর সাইকেল, কয়েকটি মাইক্রোবাসে ছয় হাজার নেতা-কর্মী অংশ নেন। 

আজ শনিবার সকাল ১০টায় নগরীর নওদাপাড়া বাস টার্মিনাল বাইপাস রোড থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এরপর নগরীর আমচত্বর, রেলগেট, লিলি সিনেমা হলের মোড়, লক্ষ্মীপুর মোড়, সাগরপাড়া বটতলা মোড়, কাশিয়াডাঙ্গা মোড়, ভদ্রা মোড়, সিএন্ডবি মোড়, বিহাস চৌদ্দপাই হয়ে দরগাপাড়া শাহমখদুম ঈদগাহ প্রাঙ্গণে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। 

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা সংগঠনের পক্ষে স্লোগান দেন ও দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান।

অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ইতোমধ্যে দেশে নির্বাচনী আবহাওয়া বিরাজ করছে। ভোটারদের শুভেচ্ছা জানানোর জন্য ও দাঁড়িপাল্লার প্রচারের জন্য এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আমরা শোভাযাত্রার মধ্য দিয়ে প্রচারণা চালাচ্ছি। আমরা আগে গণভোট এবং জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির দাবি করছি। 

তিনি বলেন, এই আসনের জনগণের প্রকৃত সমস্যা চিহ্নিত করে, সেসব সমস্যা সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য ইশতেহার তৈরি করা হচ্ছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে এ আসনের বিগত ৫৫ বছরের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দেশের মধ্য মডেল আসন হিসেবে রাজশাহী নগরীকে প্রতিষ্ঠিত করা হবে। 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article