বুধবার, নভেম্বর ৫, ২০২৫

৩ দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি

Must read

২০ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধি, ১৫০০ টাকা মেডিক্যাল ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবিতে চলমান আন্দোলনের সপ্তম দিনে কালো পতাকা মিছিল করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা মিছিল নিয়ে দোয়েল চত্বর ঘুরে কদম ফোয়ারায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় শিক্ষকরা শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগ দাবি করেন। এসময় তারা ‘সি আর আবরার, আর নেই দরকার’ স্লোগান দেন। 

সমাবেশে শিক্ষকরা বলেন, ‘দেশের মন্ত্রী-আমলাদের শুধু বাড়ি ভাড়া নয়, পুরো বাড়িই লাগে। কিন্তু আমরা ন্যায্য বাড়ি ভাতা পাচ্ছি না। এক সপ্তাহেরও বেশি সময় ধরে ঢাকার রাস্তায় বসে, শুয়ে, ঘুমিয়ে দাবি জানাচ্ছি, কিন্তু কেউ শুনছে না।’

এর আগে গত রোববার (১২ অক্টোবর) থেকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। সেখানে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলে তারা শহীদ মিনারে অবস্থান নিয়ে দাবিদাওয়া তুলে ধরেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মস্থলে ফিরবেন না।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘২০ শতাংশ বাড়ি ভাতা দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনার ছাড়ব না।’

তিনি আরও বলেন, ‘আমরণ অনশনে বসা শিক্ষকদের সংখ্যা প্রতিদিন বাড়ছে এবং দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান কর্মবিরতি অনির্দিষ্টকাল চলবে।’

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article