বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫

শাহবাগে ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে ‘জুলাই মঞ্চের’ হামলা

Must read

বাউল আবুল সরকারকে গ্রেপ্তার এবং মানিকগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে হামলা, ভাঙচুর ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এই ঘটনা ঘটে। জুলাই মঞ্চের কয়েকজন সদস্য এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আয়োজক এবং অংশগ্রহণকারীরা। 

বিষয়টি নিয়ে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সামি আবদুল্লাহ বলেন, ‘জুলাই মঞ্চ ও উসমান হাদির ভোটের প্রচারের ‘কনসার্ট ফর ঢাকার’ অনুষ্ঠান থেকে কিছু লোক আমাদের পূর্বঘোষিত কর্মসূচিতে হামলা চালিয়েছে। এটা সম্পূর্ণ পূর্বপরিকল্পিত ছিল। কর্মসূচি শুরুর আগেই তারা বিভিন্ন পয়েন্টে জড়ো হয়েছিল। তারা আমাদের প্রোগ্রামের ব্যানার ভাঙচুর করেছে।’
মিশকাত তানিশা নামে অনুষ্ঠানে অংশগ্রহণকারী একজন অভিযোগ করে বলেন, হামলাকারীদের একজন আমাকে জুতা তুলে মারার হুমকি দিয়েছে। 

মার্জিয়া প্রভা ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানের এক আয়োজক বলেন, ‘বাউল আবুল সরকারের মুক্তির দাবি ও সারা দেশে বাউলদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত গানের আর্তনাদ কর্মসূচিতে জুলাই মঞ্চ মব হামলা করে। তারা প্রথমে এসে মাইকে চিৎকার দিয়ে বলা শুরু করে আবুল সরকারের নাম মুছে দিতে হবে। আমাদের ব্যাকড্রপ ভেঙে দিয়েছে। আমাদের বন্ধুরা শক্তভাবে এই মব প্রতিহত করেছে। আমরা তাদের দেখে ভয় পাইনি। মশাল মিছিলের মধ্য দিয়ে আমরা সারা বাংলায় বাউল হামলার প্রতিবাদ ও আবুল সরকারের মুক্তির দাবি জানাবো।’ 

এদিকে বিষয়টি নিয়ে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘ধর্মীয় মূল্যবোধে আঘাতকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা’ এবং ‘জাতীয় সম্প্রীতি বিনষ্টে উদ্ভূত সাংস্কৃতিক চক্রান্ত প্রতিরোধে জুলাই সমাবেশ’-এর আয়োজন করে জুলাই মঞ্চ। সেই অনুষ্ঠানে উপস্থিত মাসুম বিল্লাহ বলেন, ‘পাশে আমরা আমাদের কর্মসূচিতে ছিলাম এবং তাদের বুঝিয়েছি ধর্ম নিয়ে কটূক্তিকারীদের পক্ষ নিয়ে যাতে কোনও অনুষ্ঠান না করে। কিন্তু তারা তা শোনেনি। এরা কিছু হলেই মেয়েদেরকে সামনে দিয়ে তেড়ে আসে। এরা মেয়ে নয়, সন্ত্রাসী, তাদের সামনে দিয়ে তারা আক্রমণ চালিয়েছে।’
মো. ওয়াসীর নামে জুলাই মঞ্চের অনুষ্ঠানের এক আয়োজক বলেন, আমরা বলেছিলাম আপনারা বাউলদের পক্ষে আন্দোলন করেন কিন্তু আবুল সরকারের নামটা কেটে দিতে হবে। কিন্তু তারা তা করেননি। তাই আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি যে, এখানে কোনও কালচারাল ফ্যাসিজম চলবে না।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article