বুধবার, নভেম্বর ৫, ২০২৫

লেনদেন নিয়ে বিরোধে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত কয়েকজন

Must read

পূর্বের আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন হলের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। এসময় সাংবাদিকদের ছবি এবং ভিডিও করতে বাধা দেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপির ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল। সভা চলাকালে সন্ধ্যা সোয়া ৬টার দিকে দ্বিতীয় তলায় মোহাম্মদপুর (বসিলা) ও বংশাল থানার এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বংশাল থানা এনসিপির কর্মী ইউসুফ আহত হন।

সেখানে উপস্থিত নেতাকর্মীরা জানান, প্রায় তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরে একটি কোম্পানির সঙ্গে আর্থিক বিষয়ে আলোচনা করতে যান। তারা বিষয়টি ঢাকা মহানগর উত্তরের নেতা শোয়েবকে অবহিত করেন। শোয়েব মোহাম্মদপুর থানার নেতা রিয়ানকে তাদের সহযোগিতা করতে বলেন।

অভিযোগ করা হয়, রিয়ান ওই সময় বংশাল থানার নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন এবং তাদের আটকে রাখারও চেষ্টা করেন। তবে তারা কৌশলে পালিয়ে আসেন। পরে বিভিন্ন সময়ে রিয়ানের সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরত চাইলে তিনি তা ফেরত দেননি।

সর্বশেষ শুক্রবার সন্ধ্যায় কনভেনশন হলে রিয়ানকে দেখতে পেয়ে বংশালের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন। টাকার বিষয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে লিফটের সামনে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article