এই আসর আরবের সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রতীক। ছয়দিনের এই আয়োজন ঐতিহ্য, আধুনিকতা ও আত্মবিশ্বাসের মেলবন্ধনে তুলে ধরেছে এক নতুন ফ্যাশন ভাষা—যেখানে সৌদি নারীর শক্তি, সৃজন ও সৌন্দর্য হয়েছে একাকার। বিশ্বের নতুন ফ্যাশন ক্যাপিটালের স্বীকৃতি আদায় করে নিতে সক্ষম হয়েছে রিয়াদ।

