বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫

প্রাথমিক লাইসেন্স পেল ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’, বরাদ্দ ২০ হাজার কোটি টাকা

Must read

পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে পরিচালনার জন্য প্রাথমিক লাইসেন্স পেয়েছে শরিয়াহভিত্তিক নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। 

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের বোর্ড অনলাইনে এ সংক্রান্ত অনুমোদন দিয়েছে। নতুন ব্যাংকের জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বিকেলে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে এ বিষয়ে বৈঠকও করেছেন গভর্নর আহসান এইচ মনসুর।

সরকারের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয় লাইসেন্সের জন্য আবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র প্রস্তুত করে আইন মন্ত্রণালয়ে ভেটিং নিয়ে গত বুধবার বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠায়।

নতুন ব্যাংকের সাত সদস্যের বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ আসছে নভেম্বরেই, ২ লাখ টাকা তুলতে পারবেন গ্রাহক

বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন অর্থ বিভাগের সচিব মো. খায়রুজ্জামান মজুমদার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব এম সাইফুল্লাহ পান্না, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, অর্থ বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ রাশেদুল আমিন, এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম-সচিব শেখ ফরিদ।

শরিয়াহভিত্তিক ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংককে একীভূত করার আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবার পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক।

প্রতিটি ব্যাংকে সাময়িকভাবে একজন করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পর্ষদ ভেঙে দেওয়ার আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংক পাঁচটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক করে বিষয়টি তাদের জানিয়ে দেন।

ব্যাংকগুলো একীভূত হওয়ার পরপরই আমানতকারীরা দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। সরকারি সার্কুলারের খসড়া অনুযায়ী, সাধারণ আমানতকারীদের অর্থ পরিশোধের সময়সূচি দুটি বিভাগে বিভক্ত করা হবে। আমানতকারীদের অর্থ পরিশোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article