বুধবার, নভেম্বর ৫, ২০২৫

পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের, মনোনয়ন চান বিএনপি থেকে

Must read

অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন মো. আসাদুজ্জামান।

বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।’

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাবো।’

ঝিনাইদহ-১ আসনে তার প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা শোনা যাচ্ছে— এ বিষয়ে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেলকে একজন সাংবাদিক প্রশ্ন করলে জবাবে তিন বলেন, ‘আমি ভোট করবো। আমি নমিনেশন ওইখানের জন্য চেয়েছি। আমি ভোট করবো, আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো। আমার অ্যাটর্নি জেনারেল পোস্ট ছেড়ে দিয়ে নির্বাচন করবো। যখন সময় আসবে তখন পদত্যাগ করবো।’

নমিনেশন পাওয়ার ব্যাপারে নিশ্চিত কি-না প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি অশাবাদী, শতভাগ।’

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পান অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। এর আগে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন।

পাশাপাশি, তার নিজ নির্বাচনী এলাকা ঝিনাইদহ-১ (শৈলকূপা উপজেলা)-এ ব্যাপকভাবে গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচীতেও অংশ নিচ্ছেন তিনি।

এর আগে, সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে ২৩৭টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন।

সেসময় মির্জা ফখরুল উল্লেখ করেন, ঝিনাইদহের চার আসনের মধ্যে শুধু একটিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে, তিনটি আসন আপাতত খালি রাখা হয়েছে। এরমধ্যে ঝিনাইদহ-১ আসনে বিএনপি কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article