বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫

দলীয় প্রতীক না পেলেও নির্বাচন করবেন আসলাম চৌধুরী

Must read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। এতে দেখা গেছে বেশ কয়েকজন হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি। যদিও ৬৩ টি আসনে এখনও মনোনয়ন ঘোষণা বাকি।

মনোনয়ন বঞ্চিতদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী। যিনি আওয়ামী লীগ শাসনামলে দীর্ঘদিন কারাবরণ করেছেন। 

আসলাম চৌধুরীর নাম মনোনয়ন তালিকায় না থাকায় বিস্মিত হয়েছেন তার সমর্থকরা। এরপর সীতাকুণ্ড এলাকায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন তারা। 

আসলাম চৌধুরী জানিয়েছেন, তিনি নির্বাচন করতে চান। জনগণের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে তার এই সিদ্ধান্ত। 

বৃহস্পতিবার যুগান্তরকে তিনি বলেন, বিএনপির মনোনয়ন এখনো চূড়ান্ত না। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নেবেন জনগণের ইচ্ছায়। দলীয় মনোনয়ন তাকেই দেওয়া হবে শেষ পর্যন্ত। এটাই বিশ্বাস তার।

এর আগে বুধবার গণমাধ্যমকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে সাবেক এমপি আসলাম চৌধুরী বলেন, নির্বাচন করব এটা পরিষ্কার। আর তা ত্রয়োদশ সংসদ নির্বাচনেই। আমি বারবার কথাটা বলছি।

তিনি বলেন, নির্বাচন যখনই হয়, আমি অংশ নেব। সেজন্য মনোনয়ন না পাওয়াকে আমি কোনো আলোচিত বিষয় বলে মনে করি না। যখন তফশিল ঘোষণা করে, তখনই এগুলো আলোচিত বিষয়, এর আগে অনেকের নাম আসবে, অনেক কিছু হবে, বিভিন্ন দল বিভিন্নভাবে হবে। এটা হতেই পারে। ফাইনালি বুঝে নেবেন, আমি জনগণের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি। দলের জন্য যেটুকু করার, করেছি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article