বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫

তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা

Must read

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘মানহানিকর’ মন্তব্য করার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর শাহীন মাহমুদের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ইলতুতমিশ।

ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, দিনের শেষ ভাগে আদালত এ বিষয়ে আদেশ দিতে পারেন।

মামলার আরজিতে বলা হয়েছে, গত ১২ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে ভার্চ্যুয়াল বক্তৃতায় বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে গণভোটের চেয়ে কৃষকদের আলুর ন্যায্য দাম নিশ্চিত করা বেশি জরুরি।

এর পরিপ্রেক্ষিতে ১৫ নভেম্বর বিবাদী শাহীন মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ৮৮ কোটি টাকা দিয়ে বুলেটপ্রুফ গাড়ি না কিনে ওই টাকাটা কৃষকদের দিলে তারা পেঁয়াজ ও আলুর ন্যায্য দাম পেতেন।

মামলায় অভিযোগ করা হয়, ওই পোস্টের মাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করে তারেক রহমানের মর্যাদা, সম্মান, দেশপ্রেম ও রাজনৈতিক দূরদর্শিতাকে খাটো করার চেষ্টা করা হয়েছে।

বাদীর দাবি, বিবাদী ইচ্ছাকৃতভাবে তারেক রহমানের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। উল্লিখিত ৮৮ কোটি টাকা দিয়ে কোনো বিলাসবহুল বুলেটপ্রুফ গাড়ি কেনা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article