বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫

ঢাকাসহ দেশের ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে মধ্যরাতে প্রজ্ঞাপন জারি

Must read

ঢাকা, খুলনা, বগুড়াসহ দেশের ১৫টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে সাতজন ডিসির জেলা বদল করা হয়েছে। আট কর্মকর্তা নতুন করে পেয়েছেন ডিসির দায়িত্ব।

শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালী, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জ, ভোলার ডিসি মো. আজাদ জাহানকে গাজীপুর, বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকা, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধা, সিলেটের ডিসি সন্দীপ কুমার সিংহকে বরগুনা এবং খুলনার ডিসি মো. তৌফিকুর রহমানকে বগুড়ার ডিসি পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সচিব মো. আমিনুল ইসলামকে সিরাজগঞ্জ, বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদকে মাগুরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদকে পিরোজপুর, পাবনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার আফরোজা আখতারকে সাতক্ষীরা এবং ফেনীর স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম মো. বাতেনকে বাগেরহাটের ডিসি নিয়োগ দিয়েছে সরকার।

এ ছাড়া প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর একান্ত সচিব অ স ম জামশেদ খন্দকার খুলনার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন কুষ্টিয়ার এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডা. শামীম রহমান ভোলার ডিসি পদে নিয়োগ পেয়েছেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article