ফেসবুক ভাসছে জাপানের বিএনপি নেতা সাইফুল্লাহ জায়েদ আশিকের জন্মদিনের শুভেচ্ছা বার্তায়। সকাল আশিকের জন্মদিনে শুভেচ্ছা জানাতে শুভ কামনা জানাচ্ছেন তার স্বজন, ভক্ত, অনুসারী আর শুভান্যুধায়ীরা।
১১ অক্টোবর শনিবার নানা আয়োজনে উদযাপিত হয়েছে জাপান বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ জায়েদ আশিকের জন্মদিন।
এক সপ্তাহ আগেই দেশে সংক্ষিপ্ত সফর শেষে জাপানে ফিরে গেছেন আশিক। সেসময় জাপান থেকে বেশ কয়েকজন জাপানিকে সাথে নিয়ে বাংলাদেশ ঘুরে গেছেন।
বাংলাদেশের চাঁদপুর জেলার কচুয়ায় বাড়ি আশিকের। তার বড় ভাই অস্ট্রেলিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিব এবার চাঁদপুর কচুয়া থেকে জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। ভাইয়ের আগাম নির্বাচনি প্রচারে অংশ নিতেও দেশে এসেছিলেন বলে অনেকে মনে করছেন।
জাপানে বেশ বড় ধরনের বিনিয়োগ ও ব্যবসা রয়েছে সাইফুল্লাহ জায়েদ আশিকের। গাড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠান নিপপন ফোকাসের প্রধান নির্বাহী কর্মকর্তাও আশিক।
জাপানের সফল উদ্যোক্তা আশিক জাপানি একটি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা করেছেন। তিনি এখনো অবিবাহিত।

