দুজনেই পশ্চিমবঙ্গের সিনেমার আলোচিত মুখ। কথা হচ্ছে সোহিনী সরকার ও অনির্বাণ ভট্টাচার্যের। ওটিটি প্ল্যাটফর্ম হোক বা বড় পর্দা, বহুবার দর্শক জুটিতে দেখেছেন দুজনকে। ওয়েব সিরিজে ‘ব্যোমকেশ’ অনির্বাণের ‘সত্যবতী’ সোহিনী। অনির্বাণ আর সোহিনী প্রেম করেছেন, এই গুজব অনেকবারই শোনা গেছে। কিন্তু সত্যিটা আসলে কী?
২০১৯ সালের দিকে প্রথমবার দুজনের প্রেমের গুঞ্জন রটেছিল। সেই গুঞ্জনে অবশ্য সিলমোহর দেননি তাঁরা। বরং সোহিনী শুধুই তাঁর ভালো বন্ধু এমনটা বহুবার বলতে শোনা গেছে অনির্বাণকে। কিন্তু সব জল্পনায় পানি ঢেলে সোহিনী এত দিনে স্বীকার করলেন নিজেদের অতীত সম্পর্কের কথা।
চুটিয়ে প্রেম করেছেন অনির্বাণ-সোহিনী

