মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫

কুষ্টিয়ায় মসজিদে মুফতি আমির হামজার রাজনৈতিক বক্তব্য, নিষেধ করায় বিএনপি নেতা লাঞ্ছিত

Must read

কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নে মসজিদে রাজনৈতিক বক্তব্য দিতে নিষেধ করায় ইসলামী বক্তা মুফতি আমির হামজার অনুসারীদের হাতে লাঞ্ছিত হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও মসজিদের সভাপতি শাজাহান আলী হান্নান।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে আসরের নামাজের পর ইউনিয়নের বরিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

৩ মিনিট ২৯ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে মুফতি আমির হামজা মসজিদে ধর্মীয় বক্তব্য দিচ্ছিলেন। সে সময় শাজাহান আলী হান্নান দাঁড়িয়ে বলেন, ‘হুজুর, ধর্মীয় আলোচনা যত পারেন করুন, কিন্তু রাজনৈতিক কোনো বক্তব্য দেবেন না।’

এ কথা বলার সঙ্গে সঙ্গে উপস্থিত মুসল্লিদের একটি অংশ উত্তেজিত হয়ে তার দিকে তেড়ে যান। কয়েকজন তাকে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেন। যদিও ঘটনাস্থলে থাকা কয়েকজন মুসল্লি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে শাজাহান আলী হান্নান মসজিদ থেকে বেরিয়ে যান।

শাজাহান আলী হান্নান বলেন, ‘আমি মসজিদের সভাপতি। মুফতি আমির হামজা মসজিদে আসবেন- এ কথা কেউ আমাকে জানায়নি। নামাজ শেষে তিনি বক্তব্য দিতে শুরু করলে সভাপতির দায়িত্ব থেকে আমি শুধু রাজনৈতিক আলোচনা বাদ দিতে বলেছিলাম। এতে কিছু লোক ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা করে।’

তিনি আরও দাবি করেন, ‘মসজিদের ভেতরে থাকা অধিকাংশ লোকই অপরিচিত। স্থানীয় কয়েকজন ছাড়া বাকিরা জামায়াতে ইসলামী ঘরানার মানুষ। তবে ঘটনাটির পর মুফতি আমির হামজা দুঃখ প্রকাশ করেছেন। বিষয়টি আমি জেলা বিএনপির সদস্য সচিবকে জানিয়েছি।’

ঘটনার নিন্দা জানিয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. আনিসুর রহমান বলেন, ‘হান্নান ভাই নিজেই মসজিদের সভাপতি। তার সঙ্গে এমন আচরণ অগ্রহণযোগ্য ও প্রতিহিংসামূলক। মসজিদে ইসলামী আলোচনা হবে, সেখানে কোনো রাজনৈতিক আলোচনা হতে পারে না।’

এ বিষয়ে মুফতি আমির হামজার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
অন্যদিকে, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দার বলেন, ‘আমি ঘটনাটি সম্পর্কে কিছুই জানি না।’

ঘটনা সম্পর্কে জানতে চাইলে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ‘বিষয়টি শুনেছি। মসজিদে রাজনৈতিক আলোচনা নিষেধ করাটা কোনো অপরাধ নয়। তবে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে- দল থেকে এখনই কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হচ্ছে না।’

প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া–৩ (সদর) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মুফতি আমির হামজার নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article