মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫

নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

Must read

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা। নিগার সুলতানা জ্যোতির দল ১১৩ বল হাতে রেখেই ১৩০ রানের সহজ লক্ষ্য তাড়া করে জয় নিশ্চিত করেছে। দলের এই দাপুটে জয়ে ওপেনার রুবাইয়া হায়দার অপরাজিত অর্ধশতক হাঁকান।

এর আগে কলম্বোতে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। বল হাতে নিয়েই টাইগ্রেস বোলাররা দারুণ দাপট দেখান। সম্মিলিত বোলিং আক্রমণে মাত্র ১২৯ রানে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেয় তারা। দলের ছয়জন বোলারই উইকেট পান।

টাইগ্রেসদের সেরা বোলার ছিলেন স্বর্ণা আক্তার, ‍তিনি যিনি ৩ ওভার ৩ বল করে ৩ মেডেনসহ মাত্র ৫ রান খরচায় সর্বোচ্চ ৩টি উইকেট তুলে নেন। এছাড়া ২টি করে উইকেট নেন নাহিদা আক্তার ও মারুফা আক্তার। ১টি করে উইকেট ভাগ করে নেন নিশিতা আক্তার নিশি, ফাহিমা খাতুন ও রাবেয়া খান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন রামিন শামীম।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুটা কিছুটা মন্থর ছিল বাংলাদেশের। ফারজানা হক পিংকি (২) এবং শারমিন আক্তার (১০) দ্রুত বিদায় নিলেও, এক প্রান্ত আগলে রাখেন ওপেনার রুবাইয়া হায়দার। তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে তার ৬২ রানের মূল্যবান জুটি গড়ে ওঠে। ৪৪ বলে ২৩ রান করে জ্যোতি আউট হলেও, অন্য প্রান্তে রুবাইয়া তার ফিফটি তুলে নেন। শেষ পর্যন্ত সোবানা মোস্তারিকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। রুবাইয়া ৭৭ বলে ৮টি চারের সাহায্যে ৫৪ রানে অপরাজিত থাকেন। শেষদিকে সোবানা মোস্তারি ১৯ বলে ৬টি চারের মারে দ্রুত ২৪ রান করে অপরাজিত থাকেন।

টাইগ্রেসরা এই জয়ে ৮ দলের মধ্যে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ওঠে এসেছে। এবারের আসরে সব দলই একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ পর্বের বাকি ৬টি ম্যাচ বাংলাদেশের মেয়েরা খেলবে ভারতের মাটিতে। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলের সেরা চার দল সেমি-ফাইনালের টিকিট পাবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article