মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫

পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ

Must read

অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা ও সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সকা‌লে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের দপ্তরে তার সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক‌টি সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র সচিবের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন পিটার হাস। তবে পররাষ্ট্রস‌চিব ও অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টার সাক্ষা‌তে আলোচনার বিষ‌য়ে কো‌নো তথ্য এখ‌নো জানা সম্ভব হয়‌নি।

এর আগে গতকাল বুধবার কক্সবাজার ও মহেশখালী যান পিটার হাস। সেখানে তার সঙ্গে ছিলেন কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া। তিনি সেখানে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন। 

এর আগে গত সোমবার (১ সেপ্টেম্বর) পিটার হাস ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন। তার ওই ধারাবাহিক বৈঠক ঢাকার কূটনৈতিক ও বাণিজ্যিক মহলে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়।

এর আগে গত ৫ আগস্ট পিটার হাস কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতার সঙ্গে বৈঠক করেন বলে গুঞ্জন ও নানা আলোচনা তৈরি হয়। তবে ওই গুঞ্জনের বিষয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পিটার হাসের তোলা ছবি শেয়ার করে লিখেছিলেন, ছবি যে দুই জন তুলছেন তাদের একজন পিটার হাস, বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত।

শেখ হাসিনা শাসনামলে পিটার হাস খুবই আলোচিত বিদেশি কূটনৈতিক ছিলেন। বিশেষত তিনি বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে খুবই সরব ছিলেন। সেই প্রেক্ষাপ‌টে এখ‌নো পিটারকে ঘি‌রে অ‌নে‌কের দৃ‌ষ্টি থা‌কে, আলো‌চনাও হয়।

ঢাকায় সবশেষ মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত তিনি ঢাকায় দায়িত্ব পালন করেন। গত বছরের ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসরে যান পিটার হাস। প‌রে তি‌নি অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা হি‌সে‌বে যোগ দেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article