দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের (২য় পর্যায়) আওতায় ১০ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হলো ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাইরে অবস্থিত কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি খাতের উদ্যোক্তাদের মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ পাওয়া সহজ করা। প্রকল্পটির মাধ্যমে ২০৩০ সালের মধ্যে কমপক্ষে ১৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলনকক্ষে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এতে সই করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং। এডিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

