মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫

একটি বাদে ফ্লোটিলার সব জাহাজ আটকের দাবি ইসরায়েলের

Must read

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব জাহাজ আটকে দিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কোনো নৌকাই ‘সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা আইনি নৌ অবরোধ লঙ্ঘনের প্রচেষ্টায় সফল হয়নি। সব যাত্রী নিরাপদ ও সুস্থ আছেন। তাদেরকে নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে, যেখান থেকে তাদের ইউরোপে পাঠানো হবে।

We wandered the site with busloads of other tourists, yet strangely the place did not seem crowded. I’m not sure if it was the sheer size of the place, or whether the masses congregated in one area and didn’t venture far from the main church, but I didn’t feel overwhelmed by tourists in the monastery.

একটি জাহাজ এখনও রয়ে গেছে জানিয়ে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, যদি এটি সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশের চেষ্টা করে এবং অবরোধ লঙ্ঘন করে তবে তাকেও প্রতিরোধ করা হবে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান এবং ৪৪টি দেশের ৫০০ নাগরিক। এদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিকসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article