তেজগাঁও কলেজ শিক্ষার্থী সাকিবুল হাসান রানা মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে ফার্মগেট মোড় অবরোধ করেছেন তার সহপাঠীরা। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে অবরোধ শুরু হয় এবং ১১টা পর্যন্ত ফার্মগেট–সংলগ্ন এলাকায় যান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে।
কলেজটির শিক্ষার্থী ফারহান বলেন, ‘আমরা রানা ভাইয়ের হত্যার বিচার চাই।’
নিহত ১৮ বছর বয়সী সাকিবুল হাসান রানা কলেজটির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। গতকাল দুপুরের দিকে ঢাকার মগবাজারের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মনির বলেন, গত ৬ ডিসেম্বর রাতে ছাত্রাবাসে দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর ধাক্কাধাক্কি থেকে পরিস্থিতি দ্রুতই সংঘর্ষে রূপ নেয়। রানার মাথায় গুরুতর আঘাত লেগেছিল।

