ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে বাগবিতণ্ডার পর হাসপাতালের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারের (ওটি) ইনচার্জ ডা. ধনদেব বর্মণকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ শনিবার রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম।
তিনি বলেন, ডা. ধনদেব বর্মণকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। তার জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবু জাফর ও ডা. ধনদেবের মধ্যে বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে ডা. ধনদেব বর্মণ বলেন, আপনারা ভিডিও দেখেছেন। আমার বলার কিছু নেই। কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবে, আমি মেনে নেব।

