আমজনতা দলের নিবন্ধন না পাওয়ায় আমরণ অনশনে বসেছেন তারেক রহমান।
এরআগে, বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘আমজনতার দল’ যদি জনসমর্থনের দিক থেকে শীর্ষ দশে না থাকে, তাহলে রাজনীতি থেকে সরে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন দলটির সদস্যসচিব তারেক রহমান।
বুধবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে আমরণ অনশনের দ্বিতীয় দিনে তিনি এ ঘোষণা দেন। এর আগে মঙ্গলবার বিকেল ৪টার দিকে একই স্থানে তিনি অনশনে বসেন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই তালিকায় নিজেদের দল ‘আমজনতার দল’ না থাকায় নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে মঙ্গলবার বিকাল থেকে আমরণ অনশনে বসেছেন দলটির সদস্যসচিব তারেক রহমান। বুধবার তার এই অনশনের প্রতি সংহতি জানাতে যান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এ সময় তিনি বলেন, ‘তারেক রহমান ভাই যে আন্দোলন করছে, এই আন্দোলন যৌক্তিক এবং তার দল আমজনতার দলকে অবশ্যই নিবন্ধন দিতে হবে।’
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে তারেক রহমানের আমরন অনশনের প্রতি সংহতি জানিয়ে তিনি এ কথা বলেন।
রাশেদ খান বলেন, ‘রাজপথের লড়াকু সৈনিক ভারতীয় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যিনি সবসময় রাজপথে লড়াই করেছেন আপনাদের পরিচিত মুখ আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান ভাই। তিনি প্রায় ২০ ঘণ্টা ধরে নির্বাচন কমিশনের মূল ফটকের সামনে তার দলের নিবন্ধনের দাবিতে অনশন করছেন। আমরা রাজপথে তার বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম দেখেছি।’
তিনি আরও বলেন, ‘গতকাল আমরা দেখেছি তিনটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। এর মধ্যে এনসিপি নিবন্ধন পেয়েছে, আমরা তাদের শুভকামনা জানাই। কিন্তু বাকি দুটি দল কিভাবে নিবন্ধন পেয়েছে, সেটি নিয়ে প্রশ্ন আছে। আমরা মনে করি, নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে এক নম্বর শর্ত হতে হবে রাজপথের সক্রিয়তা।
কিন্তু এই সক্রিয়তা বিবেচনা না করে শুধু কমিটি দিয়েছে, বাসা-বাড়িকে অফিস হিসেবে দেখিয়ে; তারা এই ছলেবলে কৌশলে নিবন্ধন পাবে, সেটি আমরা কোনোভাবেই মানতে পারি না।’

