জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন ও ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি ইসলামি দল আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে মিছিল নিয়ে পল্টন থেকে যমুনা অভিমুখে রওনা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, নির্বাচনের আগে গণভোটের দাবিতে মৎস্য ভবন থেকে হাইকোর্ট পর্যন্ত রাস্তার এক পাশে বসে পড়েছে দলগুলোর নেতাকর্মীরা। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
এর আগে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জামায়াত ও অন্যান্য ইসলামি দলগুলোর নেতাকর্মীরা শাপলা চত্বরের দিকে মিছিল নিয়ে আসেন। পরে তারা পুরানা পল্টনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।
আন্দোলনরত আটটি ইসলামি দল হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

