বুধবার, নভেম্বর ৫, ২০২৫

সেনাবাহিনী এখন আগের থেকেও ঐক্যবদ্ধ; নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে: সেনাসদর

Must read

নির্বাচন হলে দেশের স্থিতিশীল অবস্থা ফিরে আসবে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও আসন্ন জাতীয় নির্বাচনে সারাদেশে ৯০ হাজার থেকে এক লাখ সেনা সদস্য মোতায়েন করা হবে। 

বুধবার (৫ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মেসে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মো. মনজুর হোসেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, ‘দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকার নির্বাচনের জন্য যে রুপরেখা তৈরি করা হয়েছে, সেই অনুযায়ী হোক। নির্বাচন হলে দেশের স্থিতিশীল অবস্থা ফিরে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। তখন সেনাবাহিনী মাঠ থেকে ফিরে আসবে এটাই আমাদের চাওয়া। আমরা চাই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা ক্যান্টনমেন্টে ফিরে আসি।’

তিনি বলেন, ‘কিছু স্বার্থান্বেষী মহল মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে। আগের যে কোনো সময়ের চেয়ে সেনাবাহিনী এখন আরও বেশি ঐক্যবদ্ধ। যে দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, সেটা সেনাবাহিনী পালন করবে।’

ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মো. মনজুর হোসেন জানান, নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যেভাবে চাইবে, সেনাবাহিনী সেভাবেই সহযোগিতা করবে। 

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি জেলা, উপজেলা এবং আসনভিত্তিক সেনা ক্যাম্প স্থাপন করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, সম্প্রতি তিন বাহিনীর প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, যা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article