বুধবার, নভেম্বর ৫, ২০২৫

দেড় যুগ পর চান্দু স্টেডিয়ামে দর্শকের জোয়ার

Must read

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের যুব ওয়ানডে সিরিজের ম্যাচ দেখতে দীর্ঘদিন পর দর্শক জোয়ারে ভেসেছে শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারি। তবে ফ্লাডলাইট সচল না থাকায় আলোক স্বল্পতার কারণে খেলা শেষ হতে পারেনি।

ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের যুবারা ম্যাচটা ৫ রানে জিতলেও ম্যাচের শেষটা দেখার রোমাঞ্চ থেকে তাই বঞ্চিতই হয়েছেন বলা যায় বগুড়ার দর্শকেরা। এই জয়ে ৫ ম্যাচের যুব ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল।

কালাম সিদ্দিকীর হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা

কালাম সিদ্দিকীর হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজাছবি: বিসিবি

বাংলাদেশের কালাম সিদ্দিকী সেঞ্চুরি করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। আগামী শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেটিও হবে বগুড়ায়।

দেড় যুগ পর আন্তর্জাতিক ম্যাচ দেখতে সকাল থেকেই শহীদ চান্দু স্টেডিয়ামে দর্শকদের স্রোত নামে। ১৮ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কিন্তু আলোক স্বল্পতায় ম্যাচ শেষ হতে না পারায় দর্শকেরা ক্ষোভ প্রকাশ করে স্টেডিয়াম ছাড়েন।

নিবু নিবু হয়ে জ্বলতে থাকা বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে হঠাৎই প্রাণ ফিরেছে এবার। ২০০৬ সালে এ মাঠেই শ্রীলঙ্কার মতো দলকে ওয়ানডেতে হারিয়ে তাক লাগিয়েছিল বাংলাদেশ। আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতি পাওয়ার পর শহীদ চান্দু স্টেডিয়ামে ৫টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ হয়েছে, যার ৪টিতেই জিতেছে বাংলাদেশ। সেই থেকে স্টেডিয়ামটি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আশীর্বাদ হয়ে ওঠে।

বগুড়ায় ২০০৬ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ

বগুড়ায় ২০০৬ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশছবি: এএফপি

শহীদ চান্দু স্টেডিয়ামের স্মারক বইয়ের পাতা ওলটালে দেখা যায়, ওয়েস্ট ইন্ডিজকে দুবার বিশ্বকাপ জেতানো অধিনায়ক ক্লাইভ লয়েড থেকে শুরু করে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম, শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার স্কট স্টাইরিস, ইংল্যান্ডের ক্রিকেটার রবি বোপারা, আফগানিস্তানের ক্রিকেটার মোহাম্মদ নবী, জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলরের মতো তারকা ক্রিকেটাররা এই স্টেডিয়ামকে প্রশংসায় ভাসিয়েছেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article