বুধবার, নভেম্বর ৫, ২০২৫

পাত্তাই পেল না বাংলাদেশ, অস্ট্রেলিয়ার কাছে বড় হার জ্যোতি-ফারজানাদের

Must read

আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়ার কাছে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে অজিদের ১৯৯ রানের টার্গেট দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। জবাবে অ্যালিসা হিলির দুর্দান্ত শতকে ভর করে ২৫.১ ওভার ও ১০ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে অজিরা। টানা চার ম্যাচে হেরে ‘কার্যত’ টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে নিগার সুলতানা জ্যোতির দল। অপরদিকে, প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল অস্ট্রেলিয়া। 

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-4824217372509345&output=html&h=280&adk=1664814381&adf=4179338487&w=701&fwrn=4&fwrnh=100&lmt=1760628953&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=4245962070&ad_type=text_image&format=701×280&url=https%3A%2F%2Fjamuna.tv%2Fsports%2F643839&fwr=0&pra=3&rh=176&rw=701&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTQxLjAuNzM5MC43NiIsbnVsbCwwLG51bGwsIjY0IixbWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTQxLjAuNzM5MC43NiJdLFsiTm90P0FfQnJhbmQiLCI4LjAuMC4wIl0sWyJDaHJvbWl1bSIsIjE0MS4wLjczOTAuNzYiXV0sMF0.&abgtt=6&dt=1760628953283&bpp=1&bdt=1081&idt=-M&shv=r20251014&mjsv=m202510130101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Dd11145ac7cacc699%3AT%3D1760424835%3ART%3D1760628943%3AS%3DALNI_MaCcedWVI1wjoZxrhNvC4iGP-wuJw&gpic=UID%3D000011a329b38946%3AT%3D1760424835%3ART%3D1760628943%3AS%3DALNI_MZ4PDjmMqiK7OdS5xztlyWL2_OUQg&eo_id_str=ID%3D01ac575cd6bc81fc%3AT%3D1760424835%3ART%3D1760628943%3AS%3DAA-Afjb9smQtzQdyPmZ7nQKV07Ur&prev_fmts=0x0&nras=2&correlator=5234327632482&frm=20&pv=1&u_tz=360&u_his=5&u_h=800&u_w=1280&u_ah=760&u_aw=1280&u_cd=24&u_sd=2&dmc=4&adx=136&ady=1050&biw=1265&bih=673&scr_x=0&scr_y=0&eid=31095077%2C31095106%2C31095152%2C31095209%2C31095218%2C95373013%2C95374042%2C95374626%2C95372615&oid=2&pvsid=6428644789324266&tmod=1043473398&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fjamuna.tv%2Fsports&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1280%2C0%2C1280%2C760%2C1280%2C673&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&td=1&tdf=2&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&dtd=175

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভিশাখাপাটনামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৬৬ রান করেন সোবহানা মোস্তারি। এছাড়া ৪৪ রান আসে রুবাইয়া হায়দারের ব্যাটে। শারমিন ও জ্যোতি খেলেন যথাক্রমে ১৯ ও ১২ রানের ইনিংস। বাকিদদের সবাই বিদায় নেন এক অঙ্কের রানে। শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রানে থামে বাংলাদেশের ইনিংস।

অজিদের হয়ে একাই বাংলাদেশকে ভুগিয়েছেন স্পিনার অ্যালানা কিং। ১০ ওভারে ৪ মেডেন দিয়ে মাত্র ১৮ রান খরচায় ২ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন জর্জিয়া ওয়ারহ্যাম, গার্ডনার ও অ্যানাবেল সাদারল্যান্ড।

নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে ইনিংসের শেষ পর্যন্ত উজ্জ্বল ছিলেন দুই অজি ব্যাটার হিলি ও লিচফিল্ড। ২০ চারের মারে ৭৭ বলে ১১৩ রানে অপরাজিত ছিলেন অ্যালিসা হিলি। এ নিয়ে টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন অজি কাপ্তান। ৭২ বলে ৮৪ রানে টিকেছিলেন লিচফিল্ড।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article