বুধবার, নভেম্বর ৫, ২০২৫

বাংলাদেশে ফ্যাসিস্টদের ফেরত দেখতে চায় না বিএনপি: মির্জা ফখরুল

Must read

বাংলাদেশে আর ফ্যাসিস্টদের ফেরত দেখতে চায় না বিএনপি, এমনটাই বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, আগামী নির্বাচনের ওপরই বাংলাদেশের রাজনৈতিক-অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির কার্যালয়ে সদর ও রুহিয়া থানা মহিলা দলের নির্বাহী কমিটির বর্ধিত সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেছেন।

মির্জা ফখরুল বলেন, এমনও সময় গিয়েছে যখন বিএনপির নেতাকর্মীরা নির্যাতন-নিপীড়ন ও মিথ্যা মামলার কারণে বাড়িতে থাকতে পারেননি। সেই সময়গুলো তাদের পালিয়ে বেড়াতে হয়েছে।

খালেদা জিয়াকেও দীর্ঘ ছয় বছর কারাভোগ করতে হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির ১৭শ’ নেতাকর্মীকে গুম এবং ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। সে জন্যই আগামী নির্বাচন বিএনপির জন্য প্রয়োজনীয়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article