বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫

দ্রুত নিয়োগের দাবিতে পেট্রোবাংলা অবরোধ, চাকরিপ্রার্থীদের হুমকির অভিযোগ

Must read

পেট্রোবাংলা ও এর সহযোগী প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের দ্রুত নিয়োগপত্র প্রদানের দাবিতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা। আজ রোববার বেলা তিনটা থেকে শুরু হয়ে দেড় ঘণ্টার বেশি সময় ধরে এই কর্মসূচি চলে। শতাধিক নিয়োগপ্রত্যাশী পেট্রোবাংলার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে অবরোধ করেন। এর আগে বেলা তিনটার দিকে তাঁরা একই স্থানে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে প্রার্থীরা অভিযোগ করেন, মাঠপর্যায়ের সব কাজ শেষ হলেও প্রশাসনিক জটিলতায় নিয়োগপ্রক্রিয়া দীর্ঘ হচ্ছে। প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এক প্রার্থী বলেন, ‘সব মিলিয়ে ৬০০ জনের বেশি প্রার্থী নিয়োগের বেড়াজালে আটকে আছি। ভেরিফিকেশন প্রক্রিয়ায় দেরি হয়েছে। যাদের ভেরিফিকেশন শেষ, তাদের অন্তত মেডিকেল পরীক্ষা শুরু করা উচিত। এতে সময় বাঁচবে। একাধিকবার দ্রুত নিয়োগের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে সেই প্রতিশ্রুতি আমরা দেখতে পাচ্ছি না।’

সংবাদ সম্মেলনের পর চাকরিপ্রত্যাশীরা পেট্রোবাংলার ফটক অবরোধ করে অবস্থান নেন। বিকেল চারটার দিকে পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এস এম মাহবুব আলম আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আসেন। প্রার্থীরা অভিযোগ করেন, তিনি তাঁদের ‘ব্যবস্থা নেওয়ার’ হুমকি দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী বলেন, ‘তিনি আমাদের এখান থেকে চলে যেতে বলেন। না গেলে ব্যবস্থা নেবেন বলে হুমকি দেন। আমার নাম ও রোলও জানতে চান।’

কর্মকর্তার বক্তব্য

অভিযোগ প্রসঙ্গে এস এম মাহবুব আলম প্রথম আলোকে বলেন, ‘সরকারি চাকরিজীবীদের আচরণবিধি মেনে চলা উচিত। তাঁরা এখন নিয়োগের দ্বারপ্রান্তে। যাঁরা কিছুদিন পর অফিসার হবেন, তাঁদের কাছ থেকে এ ধরনের আচরণ কাম্য নয়। আমি শুধু এ কথাগুলোই বলেছি। কাউকে হুমকি দিইনি।’ নিয়োগপ্রক্রিয়ার অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, ‘এনএসআই রিপোর্ট প্রস্তুত হলেও এখনো মন্ত্রণালয় থেকে আমাদের কাছে আসেনি। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করে পরবর্তী কার্যক্রম শুরু করতে পারব।’

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article