জামালপুর সদর উপজেলা থেকে ২২ হাজার ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে; যারা মাদকের কারবার করতেন বলে ভাষ্য পুলিশের। এ ঘটনায় জব্দ করা হয়েছে একটি বাস।
শুক্রবার সকালে শহরের দড়িপাড়া এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার ডিগ্রিরচর পশ্চিমপাড়ার প্রয়াত হাসমত আলীর ছেলে আব্দুল মতিন (৪৭) ও তার স্ত্রী শাহিদা বেগম (৩৫)।

