তানজিদ হাসান আউট হওয়ার পরই মাঠ ছাড়তে শুরু করলেন দর্শকদের কেউ কেউ। অথচ তখনো ম্যাচের মূল রোমাঞ্চ বাকি। বাংলাদেশের জেতার সম্ভাবনাও বেশ জোরালো। ৬ উইকেট হাতে রেখে ১৭ বলে ৩৩ রানের সমীকরণটা তো আর তেমন কঠিন কিছু ছিল না।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম থেকে দর্শকদের খেলা অসমাপ্ত রেখেই বাড়ির পথ ধরার কারণ বুঝতে একটু পেছনেই ফিরতে হবে। ওই সময় তানজিদের ব্যাটিং সঙ্গী জাকের আলীর মুখোমুখি হওয়া প্রায় প্রতিটি বলেই গ্যালারি থেকে ভেসে আসছিল দুয়োধ্বনি। তানজিদের পর যিনি ব্যাটিংয়ে এসেছিলেন, সেই শামীম হোসেনের সাম্প্রতিক ফর্মও খুব একটা আস্থা দিতে পারছে না। প্রথম ম্যাচের পর তাঁর নাম উল্লেখ করে হতাশার কথা জানিয়েছিলেন খোদ অধিনায়ক লিটন দাসও।

