বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫

বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধ করা সর্বাধিক গুরুত্ব পাবে: মির্জা ফখরুল

Must read

বিএনপি যদি জনগণের ভোটে দায়িত্বে আসতে পারে, তবে ‘ভারতের দাদাগিরি বন্ধ করা’ সর্বাধিক গুরুত্ব পাবে বলে উল্লেখ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘এবার সবচেয়ে বেশি গুরুত্ব পাবে গঙ্গা ও ফারাক্কা ব্যারেজের বিষয়গুলো। এছাড়া সীমান্ত হত্যাও গুরুত্ব পাবে।  সবচেয়ে বেশি গুরুত্ব পাবে ভারতের দাদাগির বন্ধ করা।’ 

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা আমাদের প্রতবেশী দেশ। ইচ্ছে করলেই আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারত সহযোগিতা করেছিল। তাদের আরও বেশি করে বাংলাদেশকে সহযোগিতা করা দরকার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা উল্টো দেখেছি। মোদি সরকার বাংলাদেশকে চাপে ফেলেছে। সবকিছু নিয়ে গেছে, কিন্তু আমাদের কিছু দেয়নি।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ শীর্ষক আন্দোলনে যোগ দিতে চাঁপাইনবাবগঞ্জ সফর করছেন। আজ বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত গণসমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article