বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

Must read

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৭৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ময়মনসিংহ বিভাগে তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন এবং বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে একজন করে রয়েছেন। আর আক্রান্ত ব্যক্তিদের বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৪ জন, ঢাকা বিভাগে ১২১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮১ জন, খুলনা বিভাগে ১১২ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, রংপুর বিভাগে ১৯ ও সিলেট বিভাগে সাতজন রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৬৪ জন, যাদের মধ্যে ১৮৯ জন পুরুষ ও ১৭৫ জন নারী।

এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ২৬৪ জন, যার মধ্যে ৫৬ হাজার ২৫৮ জন পুরুষ ও ৩৪ হাজার ছয়জন নারী।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article