বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫

জাহানারার অভিযোগে নাম আসা চার কর্মকর্তাকে ওএসডি করল বিসিবি

Must read

নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের ইস্যুতে যেসব কর্মকর্তার নাম এসেছে, তাদের ওএসডি (দায়িত্বের বাইরে রাখা) করা হয়েছে।

সূত্র জানায়, মোট চারজন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী বিষয়ের অগ্রগতির খবর দিয়েছেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, বোর্ড তাদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘বিসিবি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।’

ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন—বিসিবির অফিসিয়াল ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ, ফিজিও সুরাইয়া আখতার, কোচ মাহমুদ ইমন এবং অফিসিয়াল সরফরাজ বাবু।

অভিযোগে নাম আসা আরেকজন, সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলাম বর্তমানে চীনে অবস্থান করছেন। তিনি চীন নারী দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।  শুক্রবার রাতে তিনি এক ফেসবুক পোস্টে বিসিবির তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, তিনি যেকোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত।

দেশের ক্রীড়া অঙ্গনে তীব্র আলোড়ন তোলা এই অভিযোগের তদন্তে বিসিবি গতকাল একটি তদন্ত কমিটি গঠন করেছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। নবনিযুক্ত বিসিবি পরিচালক রুবাবা দৌলা ও বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লাকে কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article