বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫

আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

Must read

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতল স্বাগতিক বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিন বাংলাদেশ ২১৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ৪৭ রানে জিতেছিল টাইগাররা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ টেস্টে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৫০৯ রানের লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৯১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।

আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন কার্টিস ক্যাম্ফার। এছাড়া হ্যারি টেক্টর ৫০, গ্যাভিন হোয়ে ৩৭, জর্ডান নিল ৩০, এন্ডি ম্যাকব্রিন ২১ ও চ্যাড কারমাইকেল ১৯ রান করেন।

বল হাতে বাংলাদেশের তাইজুল ইসলাম ১০৪ রানে এবং হাসান মুরাদ ৪৪ রানে ৪টি করে উইকেট নেন।

টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৭৬ ও আয়ারল্যান্ড ২৬৫ রান করে। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯৭ রান করে আয়ারল্যান্ড।

আগামী ২৭ নভেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article