বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫

৪২ ফুট গভীরেও পাওয়া যায়নি সাজিদকে, উদ্ধার অভিযান চলবে: ফায়ার সার্ভিস

Must read

রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। এ পর্যন্ত ৪২ ফুটি পর্যন্ত খনন করেছে তারা, তবে এখনো শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

আজ বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশনস) লেফটেন্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

তিনি বলেন, ‘এ পর্যন্ত আমরা ৪০ থেকে ৪২ ফুট পর্যন্ত খুঁড়েছি, কিন্তু এখনও শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। আমরা এখনো সঠিক জায়গা শনাক্ত করতে পারছি না।’

‘শিশুটিকে না পাওয়া পর্যন্ত অভিযান চলবে। আমরা ধাপে ধাপে এগোচ্ছি। আরও ১০ ফুট গভীর পর্যন্ত খুঁড়তে চাই, তারপর পরিস্থিতি মূল্যায়ন করব,’ বলেন তিনি।

এর আগে গতকাল রাতে তানোর ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুর রউফ বলেছিলেন, ‘ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিশুটিকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। বিকেল ৫টা ৩০ মিনিট থেকে একটি এক্সক্যাভেটর গর্তের পাশেই সমান্তরাল আরেকটি পথ খুঁড়ছে এবং দুটি ট্র্যাক্টর মাটি সরাচ্ছে। শিশুটিকে বাঁচিয়ে রাখতে গর্তের ভেতরে নিয়মিত অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।’

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article