মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫

হঠাৎ কান ব্যাথা হলে কি করবেন?

Must read

অনেকেরই রাতে হঠাৎ কান ব্যথা শুরু হয়। বিশেষ করে ঠান্ডা লাগলে শিশুদের হঠাৎ কান ব্যথা হয়ে থাকে।

কারণ➖

১) এ সময় বেশির ভাগ কান ব্যথা ঠান্ডাজনিত।ঠান্ডা লাগলে নাক বন্ধ বা নাক দিয়ে তরল বের হলে ইনফ্লামেশনের জন্য গলার সাথে কানের সংযোগ ছিদ্রপথ বা ইউস্টেশিয়ান টিউব বন্ধ হয়ে কানে তরল পদার্থ আটকা পড়ে কান ব্যাথা হয় যাকে ওএমই(OME) বা গ্লু ইয়ারে বলে।

২)ধূমপান, ধোঁয়া, ধুলাবালি থেকে নাক বন্ধ বা নাক দিয়ে তরল পদার্থের বের হলে।
৩)এ সময় শুস্ক আবহাওয়ার জন্য কান চুলকানি ও খুচাখুচি থেকে কান ব্যথা হতে পারে।

৪)শীতে কালে ছত্রাক জনিত সংক্রমণ বেড়ে যায় এবং তাতে কান ব্যাথা হতে পারে।

৫)শীতে মানুষের এলার্জি বেড়ে যায়।এলার্জি থেকে কানে ফ্লুয়িড জমা হয়ে কান ব্যাথা হতে পারে।

লক্ষন(Symptoms)➖
১)কানে স্পার্কিং বা ঝিল্লি বা কামড় দিয়ে ব্যথা হতে পারে।
২)কান বন্ধ বা তব্দা অনুভব হতে পারে।
৩)কান-মাথা ভারী লাগতে পারে।
৪)কানে কম শুনতে পারে।
৫)কানে শু শু শব্দ করা।

প্রতিরোধ(Prevention)➖
১)কান চুল্কাবেন না।
২)ঠান্ডা খাবেন না এবং ঠান্ডা লাগাবেন না।
৩)টক খাবার বেশি করে খাবেন।
৪)ঠান্ডা লাগলে দ্রুত চিকিৎসা নিবেন এবং নাক উল্টাভাবে টানবেন না।
৫)পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন।
৬)প্রচুর পানি পান করবেন।

চিকিৎসা –
১)ঘর গরম রাখুন। ভোরে ও সন্ধ্যায় কয়েক প্রস্থ কাপড় পরুন।
২)কান ব্যথা হলে সবচেয়ে সহজ চিকিৎসা হলো কানের পেছনে গরম সেঁক দেওয়া। কানের পেছনে সেঁক দিন। যথেষ্ট আরাম পাবেন।
৩)সাধারণ প্যারাসিটামল বা ব্যথার ওষুধ খেতে পারেন।
৪)কান বন্ধ থাকলে নাকে এন্টি হিস্টামিন ড্রপ দিতে পারেন।
৫)বন্ধ কান খোলার জন্য একটা চুইংগাম চিবুতে পারেন বা মুখ বন্ধ করে বাতাস দিয়ে গাল ফোলাতে পারেন।
৬) শিশুদের কানে ব্যথা প্রচণ্ড হলে ড্রপ ব্যবহার করতে হতে পারে। অ্যান্টিবায়োটিকও লাগতে পারে। এ ক্ষেত্রে অবশ্যই নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

সতর্কতা ➖

  • কান ব্যথার জন্য কানে গরম তেল বা অন্য কোনো তরল ব্যবহার করা যাবে না।
  • শিশুদের গোসল করানোর সময় কানে তুলা দিতে পারেন।

ডা.মো:রহমত উল্লাহ পাভেল
এমবিবিএস(ঢাকা),বিসিএস(স্বাস্থ্য), এমপিএইচ (পাবলিক হেলথ),ডিএলও(ইএনটি),
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএমইউ),ঢাকা।

রেজিস্ট্রার ইএনটি,
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন (ENT Specialist & HN Surgeon)
ফোন-০১৭২৯৩৮৫৭২০
প্লাটিনাম হাসপাতাল, পান্থপথ, ঢাকা(প্রতিদিন)

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article