নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়ে স্পর্শিয়া আরও বলেন, ‘সবকিছুই ঠিকঠাক চলছিল। মাসখানেক আগে নিয়মিত শারীরিক পরীক্ষা–নিরীক্ষা শেষে জানতে পারি এই বিরল রোগের কথা। এরপর চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হই। প্রযোজনীয় পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসক সিদ্ধান্ত নেন অস্ত্রোপচারের। ৭ অক্টোবর অস্ত্রোপচার হয়েছে।’
চিকিৎসকেরা স্পর্শিয়াকে তিন সপ্তাহের পরিপূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এই সময়ের মধ্যে কথা বলা নিষেধ, এমনকি খাবরের ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ মানতে হবে। চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী কেবল তরল খাবার গ্রহণ করছেন, কেবল পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গেই সীমিত পরিসরে যোগাযোগ রাখছেন।

