বুধবার, নভেম্বর ৫, ২০২৫

নির্বাচন প্রস্তুতি নিয়ে প্রথম সমন্বয় সভায় প্রধান উপদেষ্টা

Must read

ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের এই বৈঠকটি হয়েছে। সেখানে নির্বাচন প্রস্তুতির সার্বিক অগ্রগতি ও প্রয়োজনীয় কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়।

আলোচনার বিস্তারিত জানাতে বিকাল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার প্রধানের দপ্তর।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এছাড়া প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবও ছিলেন সেখানে।

মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন, স্বরাষ্ট্র ও বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবরা উপস্থধি ছিলেন। ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্থানীয় সরকার বিভাগ, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবরাও।

এছাড়া সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এই সমন্বয় সভায়।

গেল ৫ অগাস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন।

পরদিন নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার কার্যালয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে।

প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন, ভোটের তারিখের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন বলেছে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেবে ইসি।

তফসিল সামনে রেখে ভোটের কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।

এদিকে সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বা আগে জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article