মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫

কন্যা মুভি মুক্তির তিন দিন পেরিয়ে গেলেও বিক্রি হয়নি একটিও টিকিট

Must read

২৪ অক্টোবর ১১ প্রেক্ষাগৃহে মুক্তি পায় রফিকুল ইসলাম খান পরিচালিত চলচ্চিত্র ‘কন্যা’। এর মধ্যে ১০টি সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি একটি মাল্টিপ্লেক্সে লায়ন সিনেমাসে প্রদর্শিত হচ্ছে ছবিটি। তবে মুক্তির তিন দিন পেরিয়ে গেলেও সিনেপ্লেক্সে একটিও টিকিট বিক্রি হয়নি—অর্থাৎ এখনো খাতা খোলেনি ছবিটির!

কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে প্রতিদিন দুটি করে শো চলছে ‘কন্যা’ সিনেমার। একটা বিকেল চারটায়, আরেকটা সন্ধ্যা সাড়ে ৭টায়। গত দুই দিনে চারটি শো গেলেও এখনো একটি টিকিট বিক্রি হয়নি।
হলটির ম্যানেজার হায়দার আলী প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে কোনো ছবিই চলেনি। “ব্যাচেলর ইন ট্রিপ”, “বান্ধব”, “সাত ভাই চম্পা” কোনোটাই চলেনি। আর সবশেষ “কন্যা”র অবস্থা ভয়াবহ, একটি টিকিটও বিক্রি হয়নি।’

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article